আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি থাইল্যান্ডের

আমার দেশ অনলাইন
সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি থাইল্যান্ডের

কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে থাইল্যান্ড তার পূর্বাঞ্চলীয় প্রদেশ ত্রাতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করেছে। রোববার (১৪ ডিসেম্বর) থাই দৈনিক খাওসোদ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ‘বিএম-২১’ রকেট হামলায় থাই সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট অ্যাপিসিত বুন্নাক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি জানান, থাই নৌবাহিনী ত্রাত অঞ্চলের চারটি জেলায় কারফিউ জারি করেছে। সীমান্ত এলাকায় এখনো তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

ব্যাংকক পোস্ট জানায়, সামরিক আইন জারির ফলে নিরাপত্তা বাহিনীকে সন্দেহভাজন ব্যক্তি আটক, যানবাহন ও স্থাপনা তল্লাশিসহ অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।

থাই নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাচ রত্তানাচাইপান দাবি করেন, কম্বোডীয় বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর ত্রাত প্রদেশের মুয়াং জেলার চাম রাক উপ-জেলায় অবস্থিত বান সাম ল্যাং ও বান নং রি এলাকার বড় অংশ পুনরুদ্ধার করেছে তাদের মেরিন বাহিনী।

এদিকে থাইল্যান্ডের শীর্ষ সেনা কর্মকর্তা চাইয়াপ্রুয়েক দুয়াংপ্রাপাত বলেন, থাইল্যান্ডের লক্ষ্য হলো ভবিষ্যতে যেন কম্বোডিয়া দেশটির জন্য দীর্ঘমেয়াদি সামরিক হুমকি তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, থাই সেনাবাহিনী তাদের বেশ কয়েকটি গ্রামে কামানের গোলাবর্ষণ, এফ-১৬ যুদ্ধবিমান থেকে বোমা হামলা এবং অগ্রসরমান পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন