আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংঘাত অব্যাহত, থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

আমার দেশ অনলাইন
সংঘাত অব্যাহত, থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে। গত রাতভর সীমান্তবর্তী প্রদেশগুলোতে গোলা ও বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। কম্বোডিয়ায় নতুন করে হামলা চালিয়েছে থাই সেনাবাহিনী। তাদের দাবি, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য লড়াই করছে তারা। এদিকে, থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সীমান্ত সংঘাত বন্ধ করতে সম্মত হয়েছে দুই দেশ। তবে তার এ দাবি সত্ত্বেও হামলা বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

ঔপনিবেশিক যুগের ৮০০ কিলোমিটার ভাগ করা সীমান্তের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের জেরে এই সংঘাতের সূত্রপাত। নতুন করে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২৫ জন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে উভয় পক্ষের সাত লাখের বেশি মানুষ।

থাই সামরিক বাহিনী সুরিন প্রদেশের তা খোয়াই এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের কথা জানিয়েছে, যার মধ্যে রয়েছে গুলি বিনিময় ও ড্রোন হামলা।

কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের সঙ্গে থাকা সকল সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। যার ফলে অভিবাসী শ্রমিকরা আটকা পড়েছেন। পরবর্তী নোটিশ দেয়ার আগ পর্যন্ত ক্রসিং বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছিলেন, কম্বোডিয়া তার সকল বাহিনী প্রত্যাহার এবং ল্যান্ডমাইন অপসারণের পরেই কেবল যুদ্ধবিরতি সম্ভব হবে।

সূত্র: আল জাজিরা/বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ওয়াটারএইড বাংলাদেশে নিয়োগ, ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন

সিডনির সমুদ্রসৈকতে বন্দুক হামলাকে সন্ত্রাসী ঘটনা ঘোষণা অস্ট্রেলিয়ার

২১ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম ওয়াসা

রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত ৪ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

এলাকার খবর
খুঁজুন