মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব ধরণের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুদ্ধবিরতি মেনে চলতে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট একথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ট্রাম্প বলেন, তিনি থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোনালাপে দুর্ভাগ্যজনকভাবে আবার সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ জানান। তিনি বলেন, দুই দেশের নেতা সংঘাত বন্ধে সম্মত হয়েছেন।
সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘তারা আজ (শুক্রবার) সন্ধ্যা থেকে কার্যকরভাবে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং মূল শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। উভয় দেশই শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে প্রস্তুত।’
সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের বিরোধপূর্ণ ৮১৭ কিলোমিটার (৫০৮ মাইল) দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে রকেট ও আর্টিলারি হামলা চালাচ্ছে। জুলাইয়ে পাঁচ দিনের সংঘর্ষের পর এটিই ছিল দুইদেশের মধ্যকার সবচেয়ে ভয়াবহ লড়াই। জুলাইয়ের ওই সংঘাত দুই দেশের নেতাদের ফোন করে থামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
চলতি সপ্তাহের সংঘাতে অন্তত ২০ জন নিহত এবং ২৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। উভয় পক্ষই সংঘাত পুনরায় শুরু করার জন্য একে অপরকে দায়ী করছে। সীমান্তের দুই পাশে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
আরএ

গাজায় অবাধ ত্রাণ প্রবাহ নিশ্চিতে জাতিসংঘে প্রস্তাব পাস
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠক আয়োজনে প্রস্তুত তুরস্ক