যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড । শনিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দুই দেশের মধ্যে তিন দিনের আলোচনার পর এই চুক্তি তই হয়। কয়েক সপ্তাহ ধরে তীব্র সীমান্ত সংঘর্ষে জড়িত এই দুই দেশ। খবর আল জাজিরার।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সীমান্ত সংঘাত শুক্রবার ১৯তম দিন পার করে। সংঘাতে উভয়পক্ষের ৯৬ জন প্রাণ হারান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাম্পুচিয়া প্রেস কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে থাই সেনাবাহিনী বান্তে মিঞ্চে প্রদেশের একটি গ্রামে কামানের গোলাবর্ষণ করে। এতে নিহত হন কম্বোডিয়ার বেসামরিক এক নাগরিক।
সংবাদ সংস্থার মতে, কম্বোডিয়ার জাতীয় পরিষদ থাইল্যান্ডের এই হামলাকে ‘নৃশংস ও অমানবিক’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়া থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে অবস্থিত একটি গ্রামে বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে, যার ফলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে ২৩ থাই সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। আর বেসামরিক নাগরিক নিহত হন ৪১ জন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড
সেনেগাল উপকূলে নৌকাডুবি, ১৫০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা