আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা
ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালে জেন-জি বিক্ষোভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। আরো চারজন কর্মকর্তাসহ সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভ চলাকালে দমন-পীড়নের তদন্তকারী বিচার বিভাগীয় কমিশনের সুপারিশে পাসপোর্ট জব্দ করার পদক্ষেপ নেয়।

বিজ্ঞাপন

গত ৮ সেপ্টেম্বর নিউ বানেশ্বরে ফেডারেল পার্লামেন্ট ভবন এবং এর আশেপাশে বিক্ষোভে দমনে পুলিশের গুলিতে ১৯ জন তরুণ নিহত হন। বিক্ষোভে সরকারি বাহিনীর ব্যাপক দমন-পীড়নে পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছায়। বিক্ষোভের জেরে অলি সরকারের পতন ঘটে।

বিচার বিভাগীয় কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বিবৃতি জারি করেন। সাবেক প্র্ধানমন্ত্রী অলি ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্রসচিব গোকর্ণ মণি দুওয়াদি, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক প্রধান জেলা কর্মকর্তা ছাবি রিজাল।

ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই পাঁচজন দেশ ত্যাগ করতে পারবেন না। এমনকি কাঠমান্ডু ত্যাগেও তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

কমিশনের চেয়ারম্যান গৌরী বাহাদুর কার্কি বলেছেন, তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরআগে এক রাজনৈতিক সভায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বলেন, দেশকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন