যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তিনি আন্তর্জাতিক মাদক পাচারকারী সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, যা মাদুরো বরাবরই অস্বীকার করে আসছেন।
মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সরকারও বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
মাদুরোকে আটকে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১ ইএসটি (বাংলাদেশ সময় রাত ১০টায়) ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ট্রাম্প জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

