আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্বিতীয় দফায় গড়াল চিলির প্রেসিডেন্ট নির্বাচন

আমার দেশ অনলাইন

দ্বিতীয় দফায় গড়াল চিলির প্রেসিডেন্ট নির্বাচন
ছবি: সংগৃহীত

কোন প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় চিলিতে দ্বিতীয় দফায় গড়ালো প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসে। দ্বিতীয় দফায় ভোট হবে একজন কমিউনিস্ট পার্টি এবং একজন অতি-ডানপন্থী প্রার্থীর মধ্যে। খবর সিএনএনের।

রোববার প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফা ভোটে বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারা পেয়েছেন ২৬ দশমিক ৭১ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর-ডানপন্থী রক্ষণশীল নেতা হোসে অ্যান্তোনিও কাস্ত পেয়েছেন ২৪ দশমিক ১২ শতাংশ ভোট। দ্বিতীয় দফা ভোটে মুখোমুখি হবেন তারা।

বিজ্ঞাপন

কাস্ত অভিবাসীদের ঠেকাতে চিলি-বলিভিয়া সীমান্তে প্রাচীর ও পরিখা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

আর জারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আরো বেশি পুলিশ নিয়োগ, অপরাধ মোকাবেলায় ব্যাংকিং খাতে গোপনীয়তা তুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...