বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স পাঁচ হাজার ডলারের উপরে উঠেছে। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েনকে কেন্দ্র করে আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও উদ্বেগের জেরে স্বর্ণের বাজারে অস্থিরতা দেখা দেয়। খবর বিবিসির।
নিরাপদ আশ্রয়স্থল হিসেবে অনিশ্চয়তার সময়ে স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ধাতু কেনার দিকে ঝুঁকে পড়েন বিনিয়োগকারীরা। শুক্রবার, রূপার দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ১০০ ডলারের উপরে উঠে যায়।
স্বাভাবিকের চেয়ে বেশি মুদ্রাস্ফীতি, দুর্বল মার্কিন ডলার, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়সহ আরো নানা কারণে মূল্যবান ধাতুর চাহিদা বৃদ্ধি পেয়েছে।
ইউক্রেন ও গাজায় যুদ্ধ, সেইসেঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে আনা, এসব কিছু স্বর্ণের দাম বাড়াতে সাহায্য করেছে।
স্বর্ণের প্রতি আকর্ষণের সবচেয়ে বড় কারণ হলো এর অপ্রতুলতা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ট্রেড অ্যাসোসিয়েশনের মতে, এখন পর্যন্ত মাত্র দুই লাখ ১৬ হাজার ২৬৫ টন ধাতু খনন করে তোলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩