এভিন কারাগারে ইসরাইলি হামলা যুদ্ধাপরাধের শামিল: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৮: ২১
ছবি: সংগৃহীত

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত কুখ্যাত এভিন কারাগারে ইসরাইলের বিমান হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের শামিল। বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর বরাতে এই তথ্য জানায় লন্ডন ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরব

এইচআরডব্লিউ প্রতিবেদনে জানায়, ২০২৫ সালের ৪ জুলাই ইসরাইল এভিন কারাগারে হামলায় চালায় এতে অন্তত ৮০ জন নিহত হন। নিহতদের মধ্যে রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীও ছিলেন। কারাগারের মতো বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

ইসরাইল দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে এইচআরডব্লিউ উল্লেখ করে, সামরিক উপস্থিতি থাকলেও তা বেসামরিক হতাহতের দায় থেকে অব্যাহতি দিতে পারে না।

পশ্চিমাদের দাবি, এভিন কারাগার দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দিদের জন্য কুখ্যাত এবং ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রতীকে পরিণত হয়েছে। তবে এইচআরডব্লিউ ও আন্তর্জাতিক মহল হামলার স্বাধীন তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, জুন মাসে ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধে ইরানে প্রায় ১,১০০ জন এবং ইসরাইলে ২৮ জন নিহত হয়। ইসরাইলি যুদ্ধ বিমানগুলি ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে হামলা চালায়। ইরানও ইসরাইলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত