আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদানে ড্রোন হামলায় নিহত ৮

আমার দেশ অনলাইন

সুদানে ড্রোন হামলায় নিহত ৮

দক্ষিণ সুদানের কোরদোফান রাজ্যের অবরুদ্ধ শহর কাদুগলি থেকে পালানোর সময় বুধবার একটি ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। কাদুগলি বর্তমানে সুদানের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

হামলাটি ঘটে কুরকাল এলাকায়, যা রাজ্যের রাজধানী কাদুগলি থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে। কাদুগলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও প্রায় ১৮ মাস ধরে তা আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ঘেরাওয়ের মধ্যে রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “কাদুগলি থেকে বাস্তুচ্যুত কিছু মানুষ কুরকাল গ্রামে পৌঁছানোর পর একটি ড্রোন তাদের ওপর আঘাত হানে।” তিনি বলেন, নিহত সবাই নারী। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রত্যক্ষদর্শী হামলার পর আটটি মরদেহ দেখার কথা জানান।

অক্টোবরে দারফুর অঞ্চলের শেষ সেনা ঘাঁটি পশ্চিমাঞ্চলীয় এল-ফাশের থেকে সেনাবাহিনীকে হটানোর পর আরএসএফ সম্পদসমৃদ্ধ কোরদোফান অঞ্চলের দিকে নজর দেয়। এই অঞ্চলটি উত্তরের সেনা-নিয়ন্ত্রিত এলাকা—রাজধানী খার্তুমসহ—এবং পশ্চিমের আরএসএফ-নিয়ন্ত্রিত দারফুরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল।

এলাকাটিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে, এবং জাতিসংঘ গত মাসে কাদুগলিতে দুর্ভিক্ষ ঘোষণা করে। এএফপির সংগৃহীত তথ্যমতে, খাদ্যের অভাবে শহরের অনেক বাসিন্দা বনাঞ্চলে খাবার খুঁজতে বাধ্য হচ্ছেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক সূত্র জানায়, মানবিক পরিস্থিতি “চরমভাবে খারাপ।” তিনি বলেন, বহু মানুষ শহর ছাড়ার চেষ্টা করেছেন, কিন্তু অনিরাপদ পরিস্থিতির কারণে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন