আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে ইন্টারনেট সচল করতে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানে ইন্টারনেট সচল করতে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করতে স্টারলিংক পাঠানোর উদ্যোগ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে প্রায় সব ধরনের ইন্টারনেট-সেবা বন্ধ থাকায় দেশটির ভেতরে ও বাইরে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যদি সম্ভব হয়, আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করব।”

তিনি আরও জানান, এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়নে ইলন মাস্ক অত্যন্ত দক্ষ। সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করেই তিনি মাস্ককে ফোন করবেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। খবর ইরান ইন্টারন্যাশনালের।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই বিক্ষোভে উসকানি দিচ্ছে।

এদিকে বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার থেকে ইরান সরকার প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। এর ফলে দেশটির ভেতরের পরিস্থিতির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...