
স্টাফ রিপোর্টার

পাকিস্তানে ভারতের হামলার পর বাতিল হচ্ছে ইউরোপগামী অথবা ইউরোপফেরত বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট। বুধবার সংবাদ মাধ্যম রায়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা এড়াতে দুই ডজনের বেশি আন্তর্জাতিক ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত পাকিস্তানগামী ও পাকিস্তান থেকে ছাড়ার ৫২টি ফ্লাইট বাতিল হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভারত হামলা চালানোর সময় পাকিস্তানের আকাশসীমায় ৫৭টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছিল।
উভয় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও ব্যাহত হয়েছে। ভারত বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়, ফলে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাশা এয়ারের ফ্লাইট বাতিল করা হয়। ইন্ডিগোর শেয়ার ১.৮% হ্রাস পেয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পুরো পাকিস্তানের আকাশসীমা প্রায় সম্পূর্ণ ফাঁকা—শুধু কয়েকটি ফ্লাইট ব্যতিক্রম।
এই ফ্লাইট সূচি পরিবর্তন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে এয়ারলাইন্সগুলোর জন্য আরও জটিলতা তৈরি করছে, কারণ তারা ইতোমধ্যেই এই দুই অঞ্চলের বিভিন্ন সংঘর্ষের প্রভাব মোকাবিলা করছে।
ডাচ এয়ারলাইন কেএলএমের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের উপর দিয়ে ফ্লাইট চালাবে না।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা ৬ মে থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ করেছে।
তাইওয়ানের এভিএ এয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটের রুট পরিবর্তন করছে। তাদের এক ফ্লাইট ভিয়েনায় ফিরে যাবে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট ভিয়েনায় নামবে জ্বালানি নেওয়ার জন্য, তারপর গন্তব্যে পৌঁছাবে। তাদের শেয়ার প্রায় ১.৭% হ্রাস পেয়েছে।
কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা বুধবার থেকে সিউল ইঞ্চিওন-দুবাই রুট পুনঃনির্ধারণ করেছে। তারা পাকিস্তানের আকাশসীমার পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে।
ভিয়েতনাম এয়ারলাইন্স বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনায় প্রভাব পড়েছে।
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে, তাইওয়ান থেকে ইউরোপগামী অনেক ফ্লাইট রাশিয়ার উপর দিয়ে যেত। কিন্তু তাইপে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পর রাশিয়ার উপর দিয়ে তাইওয়ানের এয়ারলাইন্সগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এখন তারা সাধারণত ভারত, পাকিস্তান ও মধ্য এশিয়ার উপর দিয়ে যায়।
এশিয়া-প্যাসিফিক এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন বিমান চলাচলে এই ধরনের সংঘর্ষের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তারা জানিয়েছে, খরচ ও কার্যক্রমে ব্যাঘাত ঘটা ছাড়াও, নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে। এ যুদ্ধ এয়ারলাইন্স শিল্পের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে।

পাকিস্তানে ভারতের হামলার পর বাতিল হচ্ছে ইউরোপগামী অথবা ইউরোপফেরত বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট। বুধবার সংবাদ মাধ্যম রায়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা এড়াতে দুই ডজনের বেশি আন্তর্জাতিক ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত পাকিস্তানগামী ও পাকিস্তান থেকে ছাড়ার ৫২টি ফ্লাইট বাতিল হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভারত হামলা চালানোর সময় পাকিস্তানের আকাশসীমায় ৫৭টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছিল।
উভয় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও ব্যাহত হয়েছে। ভারত বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়, ফলে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাশা এয়ারের ফ্লাইট বাতিল করা হয়। ইন্ডিগোর শেয়ার ১.৮% হ্রাস পেয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পুরো পাকিস্তানের আকাশসীমা প্রায় সম্পূর্ণ ফাঁকা—শুধু কয়েকটি ফ্লাইট ব্যতিক্রম।
এই ফ্লাইট সূচি পরিবর্তন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে এয়ারলাইন্সগুলোর জন্য আরও জটিলতা তৈরি করছে, কারণ তারা ইতোমধ্যেই এই দুই অঞ্চলের বিভিন্ন সংঘর্ষের প্রভাব মোকাবিলা করছে।
ডাচ এয়ারলাইন কেএলএমের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের উপর দিয়ে ফ্লাইট চালাবে না।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা ৬ মে থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধ করেছে।
তাইওয়ানের এভিএ এয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ইউরোপগামী ও ইউরোপফেরত ফ্লাইটের রুট পরিবর্তন করছে। তাদের এক ফ্লাইট ভিয়েনায় ফিরে যাবে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট ভিয়েনায় নামবে জ্বালানি নেওয়ার জন্য, তারপর গন্তব্যে পৌঁছাবে। তাদের শেয়ার প্রায় ১.৭% হ্রাস পেয়েছে।
কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা বুধবার থেকে সিউল ইঞ্চিওন-দুবাই রুট পুনঃনির্ধারণ করেছে। তারা পাকিস্তানের আকাশসীমার পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে।
ভিয়েতনাম এয়ারলাইন্স বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনায় প্রভাব পড়েছে।
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে, তাইওয়ান থেকে ইউরোপগামী অনেক ফ্লাইট রাশিয়ার উপর দিয়ে যেত। কিন্তু তাইপে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পর রাশিয়ার উপর দিয়ে তাইওয়ানের এয়ারলাইন্সগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এখন তারা সাধারণত ভারত, পাকিস্তান ও মধ্য এশিয়ার উপর দিয়ে যায়।
এশিয়া-প্যাসিফিক এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন বিমান চলাচলে এই ধরনের সংঘর্ষের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তারা জানিয়েছে, খরচ ও কার্যক্রমে ব্যাঘাত ঘটা ছাড়াও, নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে। এ যুদ্ধ এয়ারলাইন্স শিল্পের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে।

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে ৯০ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। সমুদ্রে ভাসতে থাকা এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার রাতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে
১২ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে চার বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করা হয় বলে জানিয়েছে শিশুটির পরিবার। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩২ মিনিট আগে
সুদানে জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, দারফুরের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারে অকল্পনীয় নৃশংসতার শিকার হচ্ছেন নিরীহ মানুষেরা। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এল-ফাশের দখলে নেয়ার পর থেকে ‘নৃশংস আক্রমণ’ বাড়ছে।
১ ঘণ্টা আগে
কালমেগির পর এবার ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং। রোববার শেষের দিকে অথবা সোমবার ভোরে শক্তিশালী এই টাইফুনটি আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। তবে আঘাত হানার আগেই উত্তর-পূর্ব উপকূলে এর প্রভাব পড়তে শুরু করেছে।
১ ঘণ্টা আগে