আরব আমিরাতে নিলামে ২৩ লাখ টাকায় ছাগল বিক্রি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯: ৫৫
সালালি ছাগল

ছাগলটি দেখতে একটু অন্য রকম। শরীরে হরিণের মতো ডোরা কাটা দাগ। দেখতে কিছুটা কুকুরের মতো। এমনই এক বিরল প্রজাতির ছাগল সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহতে বিক্রি হয়েছে ৭০ হাজার দিরহামে, যা বাংলাদেশি ২৩ লাখ টাকার সমান।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ওই ছাগলটি নিলামে তোলা হয়। পরে ছাগলটি কিনতে অনেকে নিলামে অংশগ্রহণ করছেন।

সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার জানিয়েছে, এক সপ্তাহ আগে ছাগলটি নিলামে তোলা হয়। ২৩ লাখ টাকায় ছাগলটি বিক্রি হয়েছে। এটি সালালি জাতের ছাগল। এসব ছাগল ওমানের সালালাতে প্রচুর দেখা যায়। সেখানেই এই ছাগলের উৎপত্তি। এসব ছাগল আরব আমিরাত ও গালফ অঞ্চলে বেশ জনপ্রিয়। এই ছাগলগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এগুলো সুঠাম দেহের অধিকারী। এই জাতের ছাগলের কানগুলো ছোট এবং খাড়া, সুন্দর লোমে আবৃত। লেজ ছোট এবং শরীরে বৃত্তাকার নকশা থাকে। এসব বৈশিষ্ট্য ছাগলের উচ্চমূল্য পেতে ভূমিকা রাখে।

সংযুক্ত আরব আমিরাতের অনেকেই শখের বশে বিরল প্রাণী সংরক্ষণ করেন। তাদেরই একজন নিলামে ৭০ হাজার দিরহামে ছাগলটি কিনেছেন বলে জানা যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত