আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান নিয়ে উত্তেজনা: যুক্তরাষ্ট্র সফরে ইসরাইল-সৌদি প্রতিনিধিরা

আমার দেশ অনলাইন

ইরান নিয়ে উত্তেজনা: যুক্তরাষ্ট্র সফরে ইসরাইল-সৌদি প্রতিনিধিরা
ছবি: সংগৃহীত

ইরান নিয়ে আলোচনার জন্য এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরাইল ও সৌদি আরবের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা। এই সফর এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরাইলের সামরিক গোয়েন্দাপ্রধান জেনারেল শ্লোমি বাইন্ডার মঙ্গলবার ও বুধবার পেন্টাগন, সিআইএ ও হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

এই সফরের মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সরবরাহ করা।

এদিকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার ও শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স খালিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে সফরের জন্য গিয়েছে। এর লক্ষ্য ‘দুই মিত্র দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং একে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা।’

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদানকারী সৌদি আরব আগে থেকেই বলে আসছে যে তারা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করে আক্রমণ করতে দেবে না।

ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে খুব দ্রুতই একটি চুক্তি করার দাবি জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এবার আক্রমণ অনেক ভয়াবহ।

ইসরাইলের সঙ্গে তেহরানের ১২ দিনের যুদ্ধের সময় জুন মাসে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল।

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন