আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের শারম আল-শেখে আয়োজিত গাজা যুদ্ধবিরতি বিষয়ক শান্তি শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নেতানিয়াহুর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আজ মিসরে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।’

এতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু উল্লেখ করেছেন যে ছুটির শুরুর সময়ের কাছাকাছি হওয়ায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না।’

উল্লেখ্য, সম্মেলনটি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। যেখানে ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন