আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আমার দেশ অনলাইন

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেক্সিকোর জাতীয় ভূকম্প সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। খবর এনবিসি নিউজের।

সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে ৯২ কিলোমিটার দূরে। প্রথম ভূমিকম্পের পর পাঁচ শতাধিক আফটারশক হয়েছে।

বিজ্ঞাপন

রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আকাপুলকোর আশপাশে এবং রাজ্যের অন্যান্য স্থানে ভূমিধসের খবর দিয়েছে।

গুয়েরোর গভর্নর এভলিন সালগাদো জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় বাড়ি ধসে ৫০ বছর বয়সি এক নারী মারা গেছেন। এছাড়া, গুয়েরোর রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতাল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

মেক্সিকো সিটি এবং আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকেরা কম্পন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ছুটে আসেন। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানান, একটি ভবন খালি করার সময় পড়ে যাওয়ায় একজনের মৃত্যু হয়েছে।

এদিকে শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। তার ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন