আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টনের কাছে মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার মেক্সিকো নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, চিকিৎসা-সংক্রান্ত একটি মিশনে থাকা কিং এয়ার মডেলের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানে মোট আটজন আরোহী ছিলেন, যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও ছিল। দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, দুইজন অক্ষত রয়েছেন এবং আরও একজন এখনো নিখোঁজ।

বিমানটি মেক্সিকোর একটি অলাভজনক সংস্থা মিশু ই মাউ ফাউন্ডেশন–এর সহায়তায় পরিচালিত একটি মেডিকেল মিশনে ছিল। সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসাসহায়তা দিয়ে থাকে। বিমানে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

নৌবাহিনী জানিয়েছে, চিকিৎসার জন্য পরিবহন করা অপ্রাপ্তবয়স্ক রোগীটি নিহতদের মধ্যে রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন