আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের বোতল নিক্ষেপ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৯: ১১
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নজিরবিহীন জনরোষের শিকার হয়েছেন। রাজধানী বুয়েনস আইরেসে নির্বাচনী প্রচারণার র‌্যালিতে তার গাড়ি লক্ষ্য করে বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের বোনের একটি দুর্নীতির তথ্য সম্প্রতি সামনে এসেছে। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ ছিলো। নির্বাচনী প্রচারণায় গেলে সেই ক্ষোভ থেকে তাকে লক্ষ্য করে পাথর মারেন অনেকে। তখন তিনি একটি ছাদখোলা গাড়িতে ছিলেন।

বিজ্ঞাপন

পাথর, বোতল মারার পর প্রেসিডেন্টকে তার বুলেটপ্রুফ গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তখন মিলেইয়ের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের মারামারি বেধে যায়।

আগামী অক্টোবরে আর্জেন্টিনায় মধ্যবর্তী নির্বাচন হবে। সেটির প্রচারণা চালাতেই গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি।

লোমাস দে জোমরা প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানকার এক বাসিন্দা বলেছেন, মিলেই এখানে উসকানি দিতে এসেছিলেন।

আর্জেন্টিনার প্রতিবন্ধী সংস্থার সাবেক প্রধান দিয়েগো স্পাগনুলোর একটি অডিও ফাঁস হয়। এতে শোনা যায়, প্রেসিডেন্ট মিলেইয়ের বোন প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করেছেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত