দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন

আগাম ভোটে রেকর্ড ভোটারের উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১: ৫৩

দক্ষিণ কোরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আগাম ভোটের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আগাম ভোটের দ্বিতীয় দিনে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত ৪ কোটি ৪৩ লাখের মধ্যে এক কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ২৪ দশমিক ৫৫ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার আগাম ভোটের প্রথম দিন রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। দেশটির মোট ভোটারের ১৯ দশমিক ৫৮ শতাংশ আগাম ভোট দিয়েছেন, যা ২০১৪ সালে দেশব্যাপী আগাম ভোট চালু হওয়ার পর থেকে প্রথম দিনের সর্বোচ্চ উপস্থিতি। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন।

বিজ্ঞাপন

বর্তমানে ছয়জন প্রার্থী প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল লড়াইটি দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তারা হলেন ডেমোক্রেটিক পার্টির (ডিপি) লি জে-মিয়ং ও ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) কিম মুন-সু।

বুধবার প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং ৪৯ দশমিক ২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে আছেন কিম মুন-সু, যিনি পেয়েছেন ৩৬ দশমিক ৮০ শতাংশ ভোট। এ ছাড়া নিউ রিফর্ম পার্টির লি জুন-সক ১০ দশমিক ৩০ সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত