আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে নতুন শর্ত দিলেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে নতুন শর্ত দিলেন নেতানিয়াহু
ছবি: বিবিসি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজেদের শর্তে গাজা যুদ্ধ বন্ধ ও বাকী জিম্মিদের মুক্তিতে হামাসের সাথে আলোচনা শুরু হবে। সেইসঙ্গে গাজা সিটি দখলে বড় ধরনের আক্রমণ পরিচালনা করতে পরিকল্পনা অনুমোদন দিয়েছে তার মন্ত্রিসভা। খবর বিবিসির।

সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য আনা একটি প্রস্তাবে হামাস সম্মত হয়েছে। তবে এই প্রস্তাব গ্রহণ করেনি ইসরাইল। তারা নিজেদের শর্তে যুদ্ধবিরতিতে যাবে বলে জানিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে ইসরাইলে গাজা বিভাগের সদর দপ্তর পরিদর্শনকালে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমাদের সকল জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমি গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসকে পরাজিত করার জন্য ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা অনুমোদন করেছি।’

নেতানিয়াহু আররো বলেন, ‘হামাসকে পরাজিত করা এবং আমাদের সকল জিম্মিদের মুক্তি দেওয়া-এই দু’টি বিষয় একসাথে চলবে।’ তবে পরবর্তী পর্যায়ে আলোচনার কী হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত ১০ দিনে ইসরাইলি ট্যাংকগুলো গাজা শহরের কাছাকাছি আশার পর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

এই মাসে নেতানিয়াহুর সভাপতিত্বে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে যদিও ইসরাইলের ঘনিষ্ঠ অনেক মিত্র দেশ সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বে পরিচালিত হামলার জবাবে ইসরাইলি সেনাবাহিনী গাজায় একটি অভিযান শুরু করে। তখন থেকে গাজায় কমপক্ষে ৬২ হাজার ১৯২ জন নিহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন