
আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, যদি ভেনেজুয়েলার যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর জাহাজের উপর দিয়ে উড়ে গিয়ে মার্কিন বাহিনীকে ‘বিপজ্জনক পরিস্থিতিতে’ ফেলে, তাহলে সেই জেট গুলি করে ভূপাতিত করা হবে।
শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে, যখন দুই দিনের ব্যবধানে দক্ষিণ আমেরিকার উপকূলে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার একটি সামরিক বিমান মার্কিন একটি নৌবাহিনীর জাহাজের খুব কাছ দিয়ে উড়ে যায়।
ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "ভেনেজুয়েলা সমস্যার মধ্যে পড়বে যদি তারা আবারও এমন কিছু করে।" তিনি আরও জানান, পরিস্থিতি খারাপ হলে তার পাশে থাকা জেনারেল যা করা দরকার তা করতে পারবেন।
এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি মাদকবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান চালায়, যা মার্কিন কর্মকর্তাদের মতে একটি গ্যাং দ্বারা পরিচালিত হচ্ছিল এবং এতে ১১ জন নিহত হয়। এ ঘটনায় উত্তেজনা আরও বাড়ে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, “আমরা সর্বদা সংলাপে প্রস্তুত, তবে সম্মান দাবি করি।” তিনি সামরিক সংঘাতের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
মার্কিন প্রশাসন দাবি করছে, ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে এবং সে দেশে “ট্রেন ডি আরাগুয়া” নামক একটি নিষিদ্ধ গ্যাং সক্রিয় রয়েছে। সেই গ্যাংয়ের কিছু সদস্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বলেও অভিযোগ।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মাদক পাচার রোধে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে পুয়ের্তো রিকোতে মোতায়েন করা হচ্ছে ১০টি F-35 যুদ্ধবিমান এবং আরও হাজারো মেরিন সেনা ও নৌযান।
ট্রাম্প বলেন, "আমরা চাই না মাদক আমাদের জনগণকে হত্যা করুক। আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছি।"
উল্লেখ্য, ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর কঠোর সমালোচক। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে তৃতীয় মেয়াদের জন্য শপথ নেওয়া মাদুরোর নির্বাচনকে “খুব অদ্ভুত” বলে উল্লেখ করেছেন এবং মাদুরোর গ্রেপ্তারে সহায়তার জন্য পুরস্কার দ্বিগুণ করে ৫০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, যদি ভেনেজুয়েলার যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর জাহাজের উপর দিয়ে উড়ে গিয়ে মার্কিন বাহিনীকে ‘বিপজ্জনক পরিস্থিতিতে’ ফেলে, তাহলে সেই জেট গুলি করে ভূপাতিত করা হবে।
শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই হুঁশিয়ারি এমন এক সময় এসেছে, যখন দুই দিনের ব্যবধানে দক্ষিণ আমেরিকার উপকূলে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার একটি সামরিক বিমান মার্কিন একটি নৌবাহিনীর জাহাজের খুব কাছ দিয়ে উড়ে যায়।
ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, "ভেনেজুয়েলা সমস্যার মধ্যে পড়বে যদি তারা আবারও এমন কিছু করে।" তিনি আরও জানান, পরিস্থিতি খারাপ হলে তার পাশে থাকা জেনারেল যা করা দরকার তা করতে পারবেন।
এর আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি মাদকবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান চালায়, যা মার্কিন কর্মকর্তাদের মতে একটি গ্যাং দ্বারা পরিচালিত হচ্ছিল এবং এতে ১১ জন নিহত হয়। এ ঘটনায় উত্তেজনা আরও বাড়ে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, “আমরা সর্বদা সংলাপে প্রস্তুত, তবে সম্মান দাবি করি।” তিনি সামরিক সংঘাতের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
মার্কিন প্রশাসন দাবি করছে, ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে এবং সে দেশে “ট্রেন ডি আরাগুয়া” নামক একটি নিষিদ্ধ গ্যাং সক্রিয় রয়েছে। সেই গ্যাংয়ের কিছু সদস্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বলেও অভিযোগ।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মাদক পাচার রোধে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে পুয়ের্তো রিকোতে মোতায়েন করা হচ্ছে ১০টি F-35 যুদ্ধবিমান এবং আরও হাজারো মেরিন সেনা ও নৌযান।
ট্রাম্প বলেন, "আমরা চাই না মাদক আমাদের জনগণকে হত্যা করুক। আমরা এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছি।"
উল্লেখ্য, ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর কঠোর সমালোচক। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে তৃতীয় মেয়াদের জন্য শপথ নেওয়া মাদুরোর নির্বাচনকে “খুব অদ্ভুত” বলে উল্লেখ করেছেন এবং মাদুরোর গ্রেপ্তারে সহায়তার জন্য পুরস্কার দ্বিগুণ করে ৫০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন।

আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
২ ঘণ্টা আগে
হোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
২ ঘণ্টা আগে
গুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
২ ঘণ্টা আগে