গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরের একটি মাত্র নৌযান ম্যারিনেট ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ভেসে চলছে। গাজার উদ্দেশে যাত্রা করা নৌযানটিকে এখনো আটকাতে পারেনি ইসরাইলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে মোট ছয়জন যাত্রী রয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুসারে, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ২.১৬ নট (প্রায় ৪ কিমি/ঘণ্টা) বেগে যাত্রা চালিয়ে যাচ্ছে। এটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিমি (৬২ মাইল) দূরে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ওই নৌযানের ক্যাপ্টেন বলেছেন, তাদের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলার আয়োজকদের মতে, নৌযানটি এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যে রয়েছে। লাইভ স্ট্রিমও সক্রিয় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরাইল অন্যান্য নৌযানগুলোকে আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলেছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও জানানো হয়েছে ওই পোস্টে। এতে বলা হয়েছে, ম্যারিনেট কেবল একটি নৌযান নয়, এটি ভয়, অবরোধ ও বর্বরতার মুখে অবিচল থাকার প্রতীক।
ফ্লোটিলার আয়োজকরা আরো বলেন, ‘গাজা একা নয়। ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
গ্লোবাল ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জেলিভেলিল ম্যান্ডেলাসহ বিখ্যাত অনেকে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলি অবরোধের বিরুদ্ধে ফ্লোটিলার লড়াই