আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে: খামেনি

আতিকুর রহমান নগরী

ইসরাইলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে: খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানে হামলার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার ইসরাইলি হামলার পর দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, 'ইহুদিবাদী দেশটিকে কঠোর শাস্তি পেতে হবে।' এ বিষয়ে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী কোন ছাড় দেবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, 'ইরানের পবিত্রভূমিতে ইসরাইল তার নোংরা ও রক্তাক্ত হাত দিয়ে কঠিন অপরাধ করেছে।' ইসরাইলকে একটি তিক্ত এবং বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করে দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। বলেন, 'তাদের অবশ্যই মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।'

এর আগে আজ শুক্রবার ভোররাতে হেরানে হামলা তালায় তেলআবিব। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহতসহ দু’জন পরমাণু বিজ্ঞানী এবং কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন