মার্কিন সফরে মোহাম্মদ বিন সালমান

আমার দেশ অনলাইন

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরাম।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, এই বিনিয়োগ সম্মেলনের একদিন আগে ১৮ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স।
ফোরামটি জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস–এ অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে আয়োজন করছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় এবং ইউএস–সৌদি বিজনেস কাউন্সিল, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
যদিও দুই নেতা ফোরামে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, এখনো তাঁদের কারও অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং এটি এমবিএসের সরকারি কর্মসূচির অংশ হিসেবেও তালিকাভুক্ত নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত
এই সম্মেলনটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের প্রতিফলন।
সফর ও ফোরামটি দুই দেশের মধ্যে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে ক্রাউন প্রিন্স ঘোষণা দেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে সৌদি আরবের, যা পরবর্তীতে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।
এই বিনিয়োগ ফোরামটি উভয় দেশের জন্যই একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব প্রদর্শনের মঞ্চ হিসেবে কাজ করবে।
সৌদি আরবের জন্য এটি নতুন মূলধন এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ সৃষ্টি করবে, যা শিল্পের স্থানীয়করণ ও অর্থনীতির বৈচিত্র্য আনতে সহায়তা করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জন্য এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে উপসাগরীয় সম্পর্ক পুনরুজ্জীবনের একটি প্রতীক, যেখানে সৌদি আরবকে উদ্ভাবন, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার মূল কৌশলগত অংশীদার হিসেবে দেখা হচ্ছে।
এসআর

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সৌদি–মার্কিন বিনিয়োগ ফোরাম।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, এই বিনিয়োগ সম্মেলনের একদিন আগে ১৮ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি ক্রাউন প্রিন্স।
ফোরামটি জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস–এ অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে আয়োজন করছে সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় এবং ইউএস–সৌদি বিজনেস কাউন্সিল, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
যদিও দুই নেতা ফোরামে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, এখনো তাঁদের কারও অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এবং এটি এমবিএসের সরকারি কর্মসূচির অংশ হিসেবেও তালিকাভুক্ত নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত
এই সম্মেলনটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের প্রতিফলন।
সফর ও ফোরামটি দুই দেশের মধ্যে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে ক্রাউন প্রিন্স ঘোষণা দেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে সৌদি আরবের, যা পরবর্তীতে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে।
এই বিনিয়োগ ফোরামটি উভয় দেশের জন্যই একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব প্রদর্শনের মঞ্চ হিসেবে কাজ করবে।
সৌদি আরবের জন্য এটি নতুন মূলধন এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ সৃষ্টি করবে, যা শিল্পের স্থানীয়করণ ও অর্থনীতির বৈচিত্র্য আনতে সহায়তা করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জন্য এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে উপসাগরীয় সম্পর্ক পুনরুজ্জীবনের একটি প্রতীক, যেখানে সৌদি আরবকে উদ্ভাবন, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার মূল কৌশলগত অংশীদার হিসেবে দেখা হচ্ছে।
এসআর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বৃহস্পতিবার বলেছেন, তিনি প্রতিরাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। পাশাপাশি কর্মচারীদের অতিরিক্ত কাজের দিকে উৎসাহ দেওয়ার কারণে সমালোচনার মুখেও পড়েছেন।
১৪ মিনিট আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ অবস্থার সম্মুখীন ইউক্রেন। বিপর্যস্ত অর্থনীতি আর ক্লান্ত যুদ্ধবাহিনী নিয়ে পরাশক্তি রাশিয়ার সাথে মোকাবিলার চতুর্থ বছরে প্রবেশ করেছে জেলেনস্কির সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তেমন কোনো সমর্থন না পাওয়ার পর ইউরোপেরও
১৭ মিনিট আগে
দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর যুক্তরাজ্যে পুনরায় চালু হলো সিরিয়ার দুতাবাস। সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসাদ আল-শাইবানি বৃহস্পতিবার যুক্তরাজ্যে দেশটির দূতাবাস পুনরায় খুলেছেন।
৪২ মিনিট আগে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরাইলি হামলায় ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬৩২ জন আহত হয়েছেন।এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, পূর্ববর্তী ইসরাইলি হামলার ধ্বংসস্তূপ থেকে ৫৩৩ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে