মধ্যপ্রাচ্যের প্রত্যেক আমেরিকান এখন ‘বৈধ লক্ষ্য’: আইআরজিসি
আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ জুন ২০২৫, ২০: ৪৬

তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে প্রত্যেক আমেরিকান এখন ‘বৈধ লক্ষ্য’।
রোববার এক বিবৃতিতে বলা হয়, ইরান এমন সব বিকল্প ব্যবহার করবে, যা আগ্রাসী ফ্রন্টের উপলব্ধির বাইরেও চলে যায়।
আইআরজিসি আরো জানিয়েছে, তারা ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখবে। উল্লেখ্য, ১৩ জুন ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে দেশটি একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com