
আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না মস্কো। পাশাপাশি সতর্ক করে বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে যে কোনো হামলার প্রতিক্রিয়া তবে অত্যন্ত ভয়াবহ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৃহস্পতিবার পুতিন বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা বৈরিতামূলক পদক্ষেপ। এর কিছু নির্দিষ্ট প্রভাব রয়েছে, তবে এটি আমাদের অর্থনৈতিক সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।’
তিনি বলেন, ‘রাশিয়া জ্বালানি খাত নিয়ে আত্মবিশ্বাসী। কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’
বুধবার রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।
পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বৃদ্ধি পেতে পারে যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘সংলাপ সব সময়ই মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।’
পুতিন বলেন, ‘সংঘাত বা যেকোনো বিরোধ, বিশেষ করে যুদ্ধের চেয়ে সংলাপ সবসময়েই ভালো। আমরা সব সময়ই সংলাপের ধারাবাহিকতাকে সমর্থন করেছি।’
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার ওপর মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ।
আরএ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না মস্কো। পাশাপাশি সতর্ক করে বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে যে কোনো হামলার প্রতিক্রিয়া তবে অত্যন্ত ভয়াবহ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৃহস্পতিবার পুতিন বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা বৈরিতামূলক পদক্ষেপ। এর কিছু নির্দিষ্ট প্রভাব রয়েছে, তবে এটি আমাদের অর্থনৈতিক সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।’
তিনি বলেন, ‘রাশিয়া জ্বালানি খাত নিয়ে আত্মবিশ্বাসী। কোনো আত্মমর্যাদাশীল দেশ এবং কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’
বুধবার রাশিয়ার দুই বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসনেফ্ট এবং লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।
পুতিন বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বৃদ্ধি পেতে পারে যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘সংলাপ সব সময়ই মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।’
পুতিন বলেন, ‘সংঘাত বা যেকোনো বিরোধ, বিশেষ করে যুদ্ধের চেয়ে সংলাপ সবসময়েই ভালো। আমরা সব সময়ই সংলাপের ধারাবাহিকতাকে সমর্থন করেছি।’
রুশ প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার ওপর মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, তাহলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ।
আরএ

ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে এবার হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওভাল অফিসেও দিপাবলী উৎসবের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদযাপন নিয়ে বিভিন্ন সামাজিকমাধ্যমে নেতিবাচক মন্তব্যের (হেট স্পিচ) ঝড় ওঠে।
৬ মিনিট আগে
চলতি বছর রেকর্ড তৈরি করা গরমের পর আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো মশার উপদ্রব দেখা গেছে। শীতপ্রধান দেশটি বিশ্বের মশামুক্ত দুই অঞ্চলের একটি হিসেবে পরিচিত ছিল। মশামুক্ত অপর অঞ্চল অ্যান্টার্কটিকা।
২ ঘণ্টা আগে
হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাতকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম একথা জানান। সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষ দিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘তাদের গাজা এবং ইরান নিয়ে সমস্যা ছিল। এখন এই দুটি সমস্যা আর নেই।’
৩ ঘণ্টা আগে