ইসরাইলি গোয়েন্দাদের ইসলামের জ্ঞানার্জন বাধ্যতামূলক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৬: ৫১
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭: ১২

ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরাইলি সামরিক গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করবে। খবর ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, শুধু মাঠ পর্যায়ের গোয়েন্দাই নয়, যেসব সদস্য সাধারণত প্রযুক্তিগত বা লজিস্টিক দায়িত্বে থাকেন, তাদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এতে নতুন প্রশিক্ষণ গোয়েন্দা কর্মীদের বিশ্লেষণাত্মক সক্ষমতা জোরদার হবে।

বিজ্ঞাপন

আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডার এই পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তার নেতৃত্বেই গোয়েন্দা শাখার মৌলিক কাঠামোয় এ সংস্কার হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের মধ্যে শতভাগ গোয়েন্দা সদস্য ইসলামি অধ্যয়নের প্রশিক্ষণ পাবেন। পাশাপাশি পঞ্চাশ শতাংশ সদস্যকে আরবি ভাষায় দক্ষ করে তোলা হবে। এই কর্মসূচিতে হুতি ও ইরাকি উপভাষায় বিশেষ প্রশিক্ষণের উপরও জোর দেওয়া হবে।

আমানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, ‘বর্তমানে ইসলামের বিষয়ে আমাদের যথেষ্ট জ্ঞান নেই। এই ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। আমরা আমাদের গোয়েন্দা কর্মকর্তা ও সৈনিকদের গ্রামে বেড়ে ওঠা আরব বাচ্চাদের মতো বানাব না, তবে ভাষা ও সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে আমরা তাদের মধ্যে সন্দেহ এবং গভীর পর্যবেক্ষণ তৈরি করতে পারব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত