আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

উত্তর-পূর্ব নাইজেরিয়ার লেক চাদ এলাকায় প্রতিদ্বন্দ্বী জিহাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা, মিলিশিয়া ও জিহাদী সূত্রগুলো।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায় রোববার বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোগ্রাম (ISWAP)-এর প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ার মধ্যে ডোগন চিকুতে লেক চাদ উপকূলে লড়াই শুরু হয়। লড়াইটি অঞ্চলীয় নিয়ন্ত্রণ এবং আদর্শগত বিরোধের কারণে সংঘটিত হয়েছে।

বিজ্ঞাপন

নাইজেরিয়ান মিলিটারি সমর্থিত একটি জিহাদবিরোধী মিলিশিয়ার সদস্য বাবাকুরা কোলা এএফপি-কে বলেন, "আমাদের পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ২০০ বোকো হারাম জিহাদী এই লড়াইয়ে নিহত হয়েছে।"

অপরদিকে, এক প্রাক্তন বোকো হারাম যিনি সহিংসতা ত্যাগ করেছেন, তিনি জানান প্রায় ২০০ ISWAP লড়াকুও নিহত হয়েছে এবং তাদের বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। প্রাক্তন যোদ্ধা সাদ্দিকু বলেন, "এই সংঘর্ষ হতে পারে দুই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় লড়াই যাদের মধ্যে আত্মসমর্পণের পরই তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।"

নাইজেরিয়ার এক গোয়েন্দা সূত্র জানিয়েছে, তারা সংঘর্ষের ফলাফল পর্যবেক্ষণ করছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১৫০-এর বেশি নিহত হয়েছে।

ISWAP এবং বোকো হারাম ২০১৬ সালে আদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়ার পর থেকে লেক চাদ অঞ্চলে নিয়ন্ত্রণ দখলের জন্য মারাত্মক লড়াই চালাচ্ছে।

এসআর/

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...