আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভুল করে ইহুদি যুবককে গুলি করল ইসরাইলি সেনাবাহিনী

আমার দেশ অনলাইন
ভুল করে ইহুদি যুবককে গুলি করল ইসরাইলি সেনাবাহিনী
ছবি: মিডল ইস্ট মনিটর।

পশ্চিম তীরের উত্তরে কালকিলিয়ার পূর্বে কেদুমিম বসতিতে ভুল করে এক ইহুদি যুবককে গুলি করেছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি গণমাধ্যম প্রথমে জানিয়েছিল, কেদুমিম বসতিস্থলের কাছে একটি জ্বালানি স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এরপর সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি সেনাবাহিনী।

বিজ্ঞাপন

পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তিটি ২৩ বছর বয়সী একজন ইসরাইলি ইহুদি যুবক। সেনারা তাকে ছুরিকাঘাতের অভিযোগে সন্দেহের বশবর্তী হয়ে ঘটনাস্থলেই গুলি করে।

মিডল ইস্ট মিনটরের প্রতিবেদনে এসেছে, আহত ব্যক্তির প্রাথমিক পরিচয় স্পষ্ট হওয়ার আগেই ইসরাইলি বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানা যায়নি।

ইসরাইলের সরকারি রেডিও পরে জানিয়েছে যে, সেনাবাহিনী কেদুমিম বসতিস্থলের কাছে ভুল করে একজন বসতি স্থাপনকারীকে গুলি করেছে, সেই সাথে তারা আরো বলেছে, পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী কোনো ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি।

ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্যে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন