আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ম্যাক্রোঁ

ইউক্রেনে চলমান যুদ্ধ আবারও নতুন করে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। দেশটির সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ৩৪ জন নিরপরাধ মানুষের। এর জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে মস্কোকে বাধ্য করা যায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক আবেদন—নিরীহ প্রাণগুলো রক্ষার তাগিদ থেকে উঠে আসা এক দৃঢ় অবস্থান।

বিজ্ঞাপন

ইউক্রেনীয় এই শহরে রুশ ওই হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া—এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে।”

ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি”। তিনি আরও জানান, সুমি শহরের এই হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন