আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দক্ষিণ কোরিয়ায় স্কুলে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

দক্ষিণ কোরিয়ায় স্কুলে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

স্কুলের ক্লাসে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া । ২০২৬ সালের মার্চ থেকে এই আইন কার্যকর হবে। শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা ও স্মার্টফোন আসক্তি কমানোই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার ব্রিটিশ গণমাধ্যমবিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়,নতুন আইনে শিক্ষকদের ক্লাস ও স্কুল চত্বরে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস ব্যবহারের সঠিক নিয়ম শেখানোর কথাও বলা হয়েছে। তবে জরুরি পরিস্থিতি বা শিক্ষাগত প্রয়োজনে ফোন ব্যবহারের অনুমতি থাকবে।

দেশটির সরকারি জরিপে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার এক-চতুর্থাংশ মানুষ ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল। ১০ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৪৩ শতাংশ। বিশেষ করে কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করছে, যা তাদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

অভিভাবকেরা বলছেন, স্মার্টফোনের কারণে শিশুরা পড়াশোনা, বন্ধুত্ব এবং অন্যান্য কার্যকলাপে মনোযোগ দিতে পারছে না। কেউ কেউ সাইবার বুলিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে শিক্ষকদের মধ্যে এই আইন নিয়ে মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, এতে শ্রেণিকক্ষে শৃঙ্খলা আসবে। আবার কেউ মনে করছেন, এটি শিক্ষার্থীদের স্বাধীনতা সীমিত করতে পারে এবং সমস্যার মূল কারণ, যেমন অতিরিক্ত শিক্ষার চাপ, তা সমাধান করছে না।

এই সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ফ্রান্স, চীন, ইতালি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোর তালিকায় যুক্ত হলো, যারা স্কুলে ফোন ব্যবহারে নিয়ম কঠোর করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন