আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের মণিপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার কুকি তরুণীর মৃত্যু

আমার দেশ অনলাইন

ভারতের মণিপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার কুকি তরুণীর মৃত্যু
ছবি: এনডিটিভি।

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার সেই তরুণী মারা গেছেন। ২০২৩ সালের মে মাসে মেইতেই-কুকি জাতিগত সংঘর্ষ শুরুর পরপরই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে একদল নরপিশাচ অপহরণ করে গণধর্ষণ করে কুকি সম্প্রদায়ের সেই যুবতীকে।

পরিবারের সদস্যরা বলেন, দুই বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনার ধাক্কা ও শারীরিক ক্ষত থেকে তিনি আর কখনো সেরে উঠতে পারেননি। তা থেকে ধীরে ধীরে তার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

২০২৩ সালের জুলাইয়ে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ওই যুবতী মেইতেই সম্প্রদায়ের কয়েকজন পুরুষের হাতে সহ্য করা ভয়াবহ নির্যাতনের কথা বর্ণনা করেন। গুরুতর আহত অবস্থায় তিনি কোনোভাবে পালাতে সক্ষম হন এবং রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়ার মধ্যে যৌন নিপীড়নের প্রায় দুই মাস পর, ২১ জুলাই, পুলিশে অভিযোগ দায়ের করেন।

চুরাচাঁদপুরভিত্তিক ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম (আইটিএলএফ) এক বিবৃতিতে তার স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দিয়ে জানায়, তাকে ল্যাঙ্গোলে নিয়ে ধর্ষণ করা হয় এবং পরে বিষ্ণুপুর এলাকায় ফেলে রেখে যাওয়া হয় মৃত্যুর জন্য।

আইটিএলএফ তাদের বিবৃতিতে জানায়, অলৌকিকভাবে বেঁচে গেলেও তিনি গুরুতর শারীরিক আঘাত, গভীর মানসিক ট্রমা এবং জরায়ুজনিত জটিলতায় ভুগছিলেন। গুয়াহাটিতে তার চিকিৎসা চলছিল। কিন্তু দুঃখজনকভাবে ১০ই জানুয়ারি তিনি মারা যান।

নিউজলন্ড্রিকে দেয়া সাক্ষাৎকারে তার মা বলেন, গুরুতর আঘাতের কারণে মেয়ের শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। তিনি বলেন, এই নির্মম ঘটনার আগে আমার মেয়ে ছিল খুব প্রাণবন্ত ও হাসিখুশি। পড়াশোনায় খুব আগ্রহী না হলেও ইম্ফলের একটি বিউটি পার্লারে আমাদের এক আত্মীয়ের সঙ্গে কাজ করত। তার অনেক বন্ধু ছিল, তাদের সঙ্গে ঘুরে বেড়াত। আমার মেয়ে সবসময় হাসিখুশি থাকত। কিন্তু ঘটনার পর সে তার হাসিই হারিয়ে ফেলেছিল।

এফআইআরে ২০ বছর বয়সী ওই যুবতী অভিযোগ করেছিলেন, কালো শার্ট পরা চার সশস্ত্র ব্যক্তি তাকে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। জাতিগত সহিংসতার সময় অস্ত্র হাতে নেয়া মেইতেই গোষ্ঠী আরামবাই টেংগলের সদস্যরা সাধারণত কালো শার্ট পরে থাকে। কুকি সংগঠনগুলো অভিযোগ করেছে, মেইরা পাইবির কিছু সদস্য তাকে মেইতেই পুরুষদের হাতে তুলে দিয়েছিল।

২০২৩ সালের মে মাসে ভূমি অধিকার এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের মতো বিভিন্ন বিষয় নিয়ে উপত্যকার প্রভাবশালী মেইতেই সম্প্রদায় এবং মণিপুরের কিছু পাহাড়ি অঞ্চলে প্রভাবশালী কুকি উপজাতির মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়। এই সহিংসতায় ২৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় ৫০,০০০ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...