আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেলানি দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সমাবেশ

ফেলানি হত্যার বিচার ও সীমান্তে হত্যা বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার

ফেলানি দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সমাবেশ

ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানির হত্যার বিচার ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের দাবি করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ফেলানি হত্যার প্রতিবাদে এক সমাবেশে এ দাবি করা হয়।

বিজ্ঞাপন

অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান বলেন, ফেলানিকে সীমান্তে কীভাবে হত্যা করা হয়েছে, আমরা তা জানি। কিন্তু এখনও এর বিচার হয়নি। সীমান্তে এভাবে একজন নারীকে হত্যা করা বড় মানবাধিকার লঙ্ঘন। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে।

সমাবেশে সীমান্তে নিহত অনেক ভিকটিম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে অধিকারের গবেষক তাসকিন ফাহমিনসহ সংগঠনটির উচ্চতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন