গাজা ইস্যুতে চাপে বেলজিয়ামের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৯: ২৩

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও দখল প্রচেষ্টার প্রতিবাদে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভারের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে। সোমবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, খ্রিস্টান ডেমোক্র্যাটিক অ্যান্ড ফ্লেমিশ , স্যোশাল-ডেমোক্র্যাটিক দল ভোরুইট ও সেন্ট্রিস্ট দল লে জঁগাজে প্রধানমন্ত্রীকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফেডারেল সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান এলস ভ্যান হোফ বলেন, ‘কিছু না করাও এক ধরনের সিদ্ধান্ত, যা আমরা সমর্থন করতে পারি না। আন্তর্জাতিক আইন আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করে।’

বিজ্ঞাপন

তবে প্রধানমন্ত্রী ডে ওয়েভারের নিজ দল এন-ভিএ ও রিফর্মিস্ট মুভমেন্ট এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে এবং কঠোর পদক্ষেপে আপত্তি জানিয়েছে।

এদিকে বেলজিয়াম ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ইসরাইলের ‘হরাইজন ইউরোপ’ গবেষণা কর্মসূচিতে অংশগ্রহণ আংশিকভাবে স্থগিতের পক্ষে ভোট দেবে। গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাকসিম প্রেভো গাজা দখল পরিকল্পনা ও বসতি সম্প্রসারণের প্রতিবাদে ব্রাসেলসে নিযুক্ত ইসরাইলি দূতকে তলব করেন।

বিশ্লেষকদের মতে, এই রাজনৈতিক চাপ ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে ইসরাইল নীতি পুনর্বিবেচনার একটি সম্ভাব্য সূচনা হতে পারে।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ৬১,৫০০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। সামরিক আগ্রাসনে উপত্যকাটির প্রায় সব স্থাপণা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও তীব্র মানবিক সংকটে অনাহারে মারা যাচ্ছে অসংখ্য মানুষ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত