গাজায় ত্রাণ নিতে গিয়ে গুলিতে আরো ২৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২১: ০৩
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১: ১০

গাজার উত্তরের মরাগ করিডোরে খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা। খবর আল-আরাবিয়ার।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই তেইনা ও শাকুশ এলাকার বাসিন্দা, যারা Gaza Humanitarian Foundation (GHF)-এর খাদ্য কেন্দ্র লক্ষ্য করে যাচ্ছিলেন। ট্রাক থেকে খাদ্য বিতরণ হচ্ছিল এমন সময়েই তারা গুলিবিদ্ধ হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মে থেকে জুলাই পর্যন্ত এ ধরনের সহায়তা কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৮৫৯ জন নিহত হয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে ৬ জন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। শিশুদের মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৯৩ ছাড়িয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, সহায়তা নিতে আসা বেসামরিক মানুষের ওপর গুলি চালানো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল এবং তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য ও চিকিৎসা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, যা প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত