আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ত্রাণ নিতে গিয়ে গুলিতে আরো ২৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ত্রাণ নিতে গিয়ে গুলিতে আরো ২৩ ফিলিস্তিনি নিহত

গাজার উত্তরের মরাগ করিডোরে খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা। খবর আল-আরাবিয়ার।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই তেইনা ও শাকুশ এলাকার বাসিন্দা, যারা Gaza Humanitarian Foundation (GHF)-এর খাদ্য কেন্দ্র লক্ষ্য করে যাচ্ছিলেন। ট্রাক থেকে খাদ্য বিতরণ হচ্ছিল এমন সময়েই তারা গুলিবিদ্ধ হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মে থেকে জুলাই পর্যন্ত এ ধরনের সহায়তা কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৮৫৯ জন নিহত হয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে ৬ জন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। শিশুদের মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৯৩ ছাড়িয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, সহায়তা নিতে আসা বেসামরিক মানুষের ওপর গুলি চালানো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল এবং তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য ও চিকিৎসা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, যা প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন