আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের নিন্দা যুক্তরাজ্যের

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের নিন্দা যুক্তরাজ্যের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। ইসরাইলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। রোববার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার জানান, আন্তর্জাতিক আইন অনুসারে এসব বসতি অবৈধ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার ইসরাইলের কট্টর-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জানান, নিরাপত্তা মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে। ফলে গত তিন বছরে অনুমোদিত অবৈধ বসতির মোট সংখ্যা ৬৯টিতে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করে ফ্যালকনার বলেন, ‘ইসরাইলের এ পদক্ষেপ ২০ দফা পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার সম্ভাবনাকে দুর্বল করে দেয়ার ঝুঁকি তৈরি করছে। কেবল দ্বিরাষ্ট্রীয় সমাধানই সংকট নিরসনের একমাত্র পথ।’

ফিলিস্তিন সরকারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে এক হাজার ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১১ হাজার ফিলিস্তিনি, আটক হয়েছেন প্রায় ২১ হাজার।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন