অসুস্থ হয়ে হাসপাতালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১৮
ছবি: আল জাজিরা

অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে গত সপ্তাহে কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানোর কথা নিশ্চিত করেছেন বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও। খবর আল জাজিরার।

২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকে বলসোনারোর বারবার অন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে। এ পর্যন্ত তার কমপক্ষে ছয়টি অস্ত্রোপচারও হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার আলাদাভাবে একটি ফেডারেল আদালত বলসোনারোকে এক লাখ ৮৮ হাজার ৮৬৫ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমতায় থাকাকালীন বর্ণবাদী মন্তব্যের কারণ তাকে জরিমানা করা হয়।

তবে সবশেষ এই রায় নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বলসোনারোর আইনজীবীরা।

এরআগে তারা বলেছিলেন, বলসোনারোর এই মন্তব্য বর্ণবাদী নয় বরং রসিকতা ছিল। এতে নেতিবাচক কোনো উদ্দেশ্য ছিল না।

বলসোনারোকে সম্প্রতি ২৭ বছর ৩ মাস কারাদণ্ড দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট । ২০২২ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেয়া হয়।

তিনি গত আগস্ট মাস থেকে গৃহবন্দী আছেন।

বলসোনারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি রাজনৈতিক হয়রানির শিকার।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত