
আমার দেশ অনলাইন

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বড় তিনটি নির্বাচনে জয়লাভ করেছে ডেমোক্র্যাটরা। নিউইয়র্ক সিটিতে মেয়র পদে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক জোহরান মামদানি মেয়র পদে জয়লাভ করেছেন। ভার্জিনিয়া ও নিউ জার্সিতে গভর্নর নির্বাচনেও দারুণ জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবারের নির্বাচন ছিল ট্রাম্পের জন্য পরীক্ষা। তার নয় মাসের অস্থির সময়ের প্রতি মার্কিনিদের মনোভাবের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। ২০২৬ সালে মধ্যবর্তী নির্বাচনের আগে এই নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
তিনজন ডেমোক্র্যাটিক প্রার্থীই অর্থনৈতিক বিষয়গুলোর ওপর জোর দিয়েছিলেন, বিশেষ করে জনগণের আর্থিক সামর্থ্যের ওপর। স্প্যানবার্গার এবং শেরিল দলের মধ্যপন্থি শাখা থেকে বেরিয়ে এসেছেন, অন্যদিকে মামদানি নিজেকে প্রগতিশীল এবং নতুন প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেছেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র হচ্ছেন মামদানি, সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পেছনে ফেলেছেন তিনি, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুমো, মামদানিকে একজন উগ্র বামপন্থী হিসেবে তুলে ধরেন। বলেন মামদানির প্রস্তাবগুলো অকার্যকর এবং বিপজ্জনক।
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে ইতিহাস গড়েন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক। মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন।
নির্বাচনী প্রচারণার পুরো সময়টাতেই মামদানির সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির জন্য তহবিল আটকে দেয়ারও হুমকি দেন তিনি।
ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত স্প্যানবার্গার:
ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। এই জয়ের ফলে তিনি হচ্ছেন ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর। কংগ্রেসের সাবেক সদস্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর মাবেক কর্মকর্তা স্প্যানবার্গার মধ্যমপন্থি হিসেবে নির্বাচনে লড়াই করেন।
নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারান তিনি।
নিউজার্সির গভর্নর শেরিল:
ভার্জিনিয়ার মতো নিউজার্সির গভর্নর নির্বাচনেও জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী। সিএনএন আভাস দিচ্ছে নিউজার্সির গভর্নর পদে ডেমোক্র্যাট মিকি শেরিল জয়ী হচ্ছেন।
নির্বাচনটি রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থনের আরো একটি পরীক্ষা।
কংগ্রেসওম্যান ও নৌবাহিনীর সাবেক হেলিকপ্টার পাইলট শেরিল পরাজিত করেন রিপাবলিকান পার্টির প্রার্থী জ্যাক চিয়াটারেলিকে।
এবারের নির্বাচনে তিনি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকে পড়া অশ্বেতাঙ্গ ভোটারদের টানতে চেষ্টা করেন।
আরএ

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বড় তিনটি নির্বাচনে জয়লাভ করেছে ডেমোক্র্যাটরা। নিউইয়র্ক সিটিতে মেয়র পদে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক জোহরান মামদানি মেয়র পদে জয়লাভ করেছেন। ভার্জিনিয়া ও নিউ জার্সিতে গভর্নর নির্বাচনেও দারুণ জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবারের নির্বাচন ছিল ট্রাম্পের জন্য পরীক্ষা। তার নয় মাসের অস্থির সময়ের প্রতি মার্কিনিদের মনোভাবের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। ২০২৬ সালে মধ্যবর্তী নির্বাচনের আগে এই নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
তিনজন ডেমোক্র্যাটিক প্রার্থীই অর্থনৈতিক বিষয়গুলোর ওপর জোর দিয়েছিলেন, বিশেষ করে জনগণের আর্থিক সামর্থ্যের ওপর। স্প্যানবার্গার এবং শেরিল দলের মধ্যপন্থি শাখা থেকে বেরিয়ে এসেছেন, অন্যদিকে মামদানি নিজেকে প্রগতিশীল এবং নতুন প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেছেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র হচ্ছেন মামদানি, সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পেছনে ফেলেছেন তিনি, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুমো, মামদানিকে একজন উগ্র বামপন্থী হিসেবে তুলে ধরেন। বলেন মামদানির প্রস্তাবগুলো অকার্যকর এবং বিপজ্জনক।
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে ইতিহাস গড়েন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক। মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন।
নির্বাচনী প্রচারণার পুরো সময়টাতেই মামদানির সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির জন্য তহবিল আটকে দেয়ারও হুমকি দেন তিনি।
ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত স্প্যানবার্গার:
ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। এই জয়ের ফলে তিনি হচ্ছেন ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর। কংগ্রেসের সাবেক সদস্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর মাবেক কর্মকর্তা স্প্যানবার্গার মধ্যমপন্থি হিসেবে নির্বাচনে লড়াই করেন।
নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারান তিনি।
নিউজার্সির গভর্নর শেরিল:
ভার্জিনিয়ার মতো নিউজার্সির গভর্নর নির্বাচনেও জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী। সিএনএন আভাস দিচ্ছে নিউজার্সির গভর্নর পদে ডেমোক্র্যাট মিকি শেরিল জয়ী হচ্ছেন।
নির্বাচনটি রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থনের আরো একটি পরীক্ষা।
কংগ্রেসওম্যান ও নৌবাহিনীর সাবেক হেলিকপ্টার পাইলট শেরিল পরাজিত করেন রিপাবলিকান পার্টির প্রার্থী জ্যাক চিয়াটারেলিকে।
এবারের নির্বাচনে তিনি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকে পড়া অশ্বেতাঙ্গ ভোটারদের টানতে চেষ্টা করেন।
আরএ

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রচারণার পুরো সময় তিনি নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দেন। আর ভোটারদের মন জয়ে তার এই পরিকল্পনা দারুণভাবে কাজ দেয়।
৪০ মিনিট আগে
যুদ্ধবিধ্বস্ত গাজা শাসনে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের জন্য জাতিসংঘষের নিরাপত্তা পরিষদের কাছে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী দুই বছরের জন্য গাজার শাসনভার নেবে।
১ ঘণ্টা আগে
ভারতে নতুন করে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সবচেয়ে বড় আশঙ্কা দেখা দিয়েছে মুসলিম ভোটারদের নিয়ে। কারণ, নতুন এই তালিকা থেকে বাদ যেতে পারেন কয়েক লাখ মুসলিম ভোটার।
১ ঘণ্টা আগে
সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশেরে গণকবর খুঁড়ছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নাথানিয়েল রেমন্ড এ অভিযোগ করেছেন। তিনি বলেন, গণহত্যার সকল প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে আরএসএফ।
২ ঘণ্টা আগে