উত্তর কোরিয়া ও মিয়ানমারের সঙ্গে যুক্ত অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই সরকারি কোম্পানি এবং ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের অভিযোগ, এই নেটওয়ার্ক উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য অর্থ সরবরাহ করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করা। পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনীর বেসামরিক অবকাঠামোতে নির্বিচারে আক্রমণকে সহজতর করে এমন একটি অস্ত্র বাণিজ্য মোকাবেলা করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, মিয়ানমারের রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড, সেটির পরিচালক অউং কো কো উ, দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং-এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দুই দেশের কোনো কর্মকর্তাই কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরএ


চার হাত-পায়ে দৌড়ে বিশ্ব রেকর্ড জাপানি তরুণের