গাজা দখল ইস্যুতে ইসরাইলি রাষ্ট্রদূতকে ফিনল্যান্ডের তলব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৭: ৩৬

গাজা শহর দখলের পরিকল্পনা এবং পশ্চিম তীরের ইওয়ান বসতি প্রকল্পের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড সরকার ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরাইলি পদক্ষেপের বিরুদ্ধে তাদের "গভীর উদ্বেগ" প্রকাশ করেছে হেলসিংকি।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, “গাজা শহর দখল এবং ইওয়ান বসতি পরিকল্পনা এগিয়ে নেওয়ার ইসরাইলি পরিকল্পনার বিষয়ে ফিনল্যান্ড গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তা অবাধে পৌঁছানো উচিত।”

এর আগে চলতি মাসেই ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করে। এই পরিকল্পনার আওতায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে দেওয়ার পর শহরটি অবরোধ করে সামরিক অভিযান চালানো হবে।

অন্যদিকে, ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বিতর্কিত ইওয়ান প্রকল্পের আওতায় পূর্ব জেরুজালেম সংলগ্ন মা'আলে আদুমিম এবং আশেপাশের এলাকায় ৬,৯০০-র বেশি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছেন।

আন্তর্জাতিক সমালোচকদের মতে, এই পরিকল্পনার মাধ্যমে পশ্চিম তীরকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা এবং পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করাই মূল লক্ষ্য।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এই ধরনের বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে আসছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটি বর্তমানে চরম মানবিক সংকট ও দুর্ভিক্ষের মুখোমুখি।

ফিনল্যান্ডের এই অবস্থান ইউরোপের আরও দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে, যারা গাজায় চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত