আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন দেশ

আমার দেশ অনলাইন

ট্রাম্পের পরবর্তী টার্গেট কোন দেশ
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তার টার্গেটে রয়েছে কিউবা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক উৎপাদন এবং যুক্তরাষ্ট্রে মাদক পাচার তদারকির অভিযোগ করেন ট্রাম্প।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তার (পেত্রো) কোকেন কারখানা রয়েছে। সেখানে কোকেন তৈরি হয়। তারা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। তার কর্মকাণ্ডের দিকে নজর রাখতে হবে।’

ভেনেজুয়েলার অভিযানের আগে ট্রাম্প বারবার কারাকাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের অভিযোগ তোলেন।

এছাড়া, কিউবারও সমালোচনা করেছেন ট্রাম্প। কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন এবং কিউবার কয়েক দশকের অর্থনৈতিক দুর্দশার জন্য এর নেতৃত্বকে দায়ী করেন। তিনি ইঙ্গিত দেন, কিউবা শিগগিরই মার্কিন নীতিবিষয়ক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

ট্রাম্প বলেন, ‘সেখানকার মানুষ বহু বছর ধরে কষ্ট সহ্য করেছে। আমরা কিউবার মানুষকে সাহায্য করতে চাই, আমরা সেইসব মানুষকেও সাহায্য করতে চাই, যারা কিউবা থেকে এসে এ দেশে বাস করছেন।’

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন