পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন করলো ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৭: ১৯

ফিলিস্তিনের পশ্চিম তীরে হেব্রনের উপকণ্ঠে কিরিয়াত আরবা বসতির কাছে একটি নতুন ইসরাইলি বসতি স্থাপন করা হয়েছে। 'আভিয়াদ' নামক এই নতুন পাড়া হেব্রনের দক্ষিণে বেনি নাইম জংশনের কাছে গড়ে তোলা হয়েছে, যেখানে ইতোমধ্যেই ১০টি দখলদার ইসরাইলি পরিবার বসতি স্থাপন করেছে।

রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

ইসরাইল হায়োম সংবাদপত্র জানিয়েছে, আভিয়াদ বসতিটি এমন একটি কৌশলগত এলাকায় নির্মিত হয়েছে, যা হেব্রনকে দক্ষিণের অবৈধ বসতিগুলোর সঙ্গে সংযুক্ত করে। পাশাপাশি, এটি নেগেভ মরুভূমি পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে সম্ভাব্য সংযুক্তি বিচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

কিরিয়াত আরবা কাউন্সিলের মতে, এই বসতির লক্ষ্য হলো হেব্রন থেকে নেগেভ পর্যন্ত ফিলিস্তিনি ভূমির ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং আশপাশের বসতিগুলোর সংযোগ জোরদার করা।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সমস্ত বসতি অবৈধ হিসেবে বিবেচিত, যা চতুর্থ জেনেভা কনভেনশনেরও লঙ্ঘন – যেখানে দখলদার শক্তিকে তার নিজস্ব নাগরিকদের দখলকৃত অঞ্চলে স্থানান্তর করতে নিষেধ করা হয়েছে।

এই বসতি স্থাপনের ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনকে সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতির প্রেক্ষিতে পশ্চিম তীরে দখল সম্প্রসারণসহ নানা পদক্ষেপ নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত