আমার দেশ অনলাইন
ফিলিস্তিনিরা খাবারের অভাবে মারা যাচ্ছে, অথচ গাজার বিভিন্ন স্থানে ইসরাইল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিতভাবে খাবার-জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে যাচ্ছে তেলআবিব। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত একাধিক ভিডিওতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরাইলের এসব সামগ্রী সরবরাহ করতে দেখা গেছে। ভিডিওগুলো থেকে বোঝা যায় যে, এসব সরবরাহ ইসরাইলি বাহিনীর অবস্থানসংলগ্ন এলাকা থেকেই পাঠানো হচ্ছে।
রেবসরবিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে ফুটে উঠেছে গাজার বর্তমান চিত্র।
স্কাই নিউজ জানিয়েছে, তাদের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে খাবার, পানি ও জ্বালানি বহনকারী পিকআপ ট্রাকের একটি বহর আশরাফ আল মানসির নেতৃত্বাধীন এক মিলিশিয়ার সদর দপ্তরের দিকে যাচ্ছে। সদর দপ্তরটি ইসরাইলি দখলদার ফাঁড়ি থেকে মাত্র ৪০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দক্ষিণ গাজাতেও একই ধরনের মিলিশিয়া দল ইসরাইলি অস্ত্র, অর্থায়ন ও লজিস্টিক সহায়তা পাচ্ছে বলে জানা গেছে।
মার্চ মাসে ইসরাইল গাজায় সব ধরনের খাদ্য ও মানবিক সরবরাহ নিষিদ্ধ করে, যার পর থেকে এসব সশস্ত্র গোষ্ঠী সাহায্য লুট করে সাধারণ ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ)-এর প্রতিনিধি জোনাথন হুইটল বলেছেন, এই ধরনের হামলা এখনও চলছে এবং এটি একটি গভীর উদ্বেগজনক ঘটনা। তিনি আরও বলেন, “যারা সাহায্য ট্রাক অবরোধ ও লুট করছে, তারা মূলত ইসরাইলি বাহিনীরই সুরক্ষা পাচ্ছে।”
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইল গাজার প্রভাবশালী আল-মাজিদা গোষ্ঠীর সহযোগী হুসাম আল-আস্তাল নেতৃত্বাধীন স্ট্রাইক ফোর্স অ্যাগেইনস্ট টেরর নামের এক সশস্ত্র দলকেও সহায়তা দিয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন আগেই দলটি হামাস যোদ্ধাদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুসারে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টি স্বীকার করেছেন, যাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বাণিজ্য ও সাহায্য লুটপাটের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জানিয়েছেন যে হামাস “কয়েকটি” প্রতিদ্বন্দ্বী দলকে নির্মূল করেছে— যদিও তিনি দলের নাম প্রকাশ করেননি। তবে জানা গেছে, ইসরায়েল যেসব সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ সম্প্রতি একজন বিশিষ্ট সাংবাদিকের হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুরু হওয়া নিরাপত্তা অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গত সপ্তাহে গাজা সিটিতে "একটি গ্যাং"-এর ৩২ জন সদস্যকে হত্যা করেছে। এর আগে, ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছিল যে ফিলিস্তিনি ছিটমহলের উপর হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করার লক্ষ্যে ইসরায়েল গাজায় সশস্ত্র গ্যাংকে মদদ দিয়েছে।
ফিলিস্তিনিরা খাবারের অভাবে মারা যাচ্ছে, অথচ গাজার বিভিন্ন স্থানে ইসরাইল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিতভাবে খাবার-জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে যাচ্ছে তেলআবিব। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত একাধিক ভিডিওতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইসরাইলের এসব সামগ্রী সরবরাহ করতে দেখা গেছে। ভিডিওগুলো থেকে বোঝা যায় যে, এসব সরবরাহ ইসরাইলি বাহিনীর অবস্থানসংলগ্ন এলাকা থেকেই পাঠানো হচ্ছে।
রেবসরবিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে ফুটে উঠেছে গাজার বর্তমান চিত্র।
স্কাই নিউজ জানিয়েছে, তাদের হাতে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে খাবার, পানি ও জ্বালানি বহনকারী পিকআপ ট্রাকের একটি বহর আশরাফ আল মানসির নেতৃত্বাধীন এক মিলিশিয়ার সদর দপ্তরের দিকে যাচ্ছে। সদর দপ্তরটি ইসরাইলি দখলদার ফাঁড়ি থেকে মাত্র ৪০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত।
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দক্ষিণ গাজাতেও একই ধরনের মিলিশিয়া দল ইসরাইলি অস্ত্র, অর্থায়ন ও লজিস্টিক সহায়তা পাচ্ছে বলে জানা গেছে।
মার্চ মাসে ইসরাইল গাজায় সব ধরনের খাদ্য ও মানবিক সরবরাহ নিষিদ্ধ করে, যার পর থেকে এসব সশস্ত্র গোষ্ঠী সাহায্য লুট করে সাধারণ ফিলিস্তিনিদের দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ)-এর প্রতিনিধি জোনাথন হুইটল বলেছেন, এই ধরনের হামলা এখনও চলছে এবং এটি একটি গভীর উদ্বেগজনক ঘটনা। তিনি আরও বলেন, “যারা সাহায্য ট্রাক অবরোধ ও লুট করছে, তারা মূলত ইসরাইলি বাহিনীরই সুরক্ষা পাচ্ছে।”
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইল গাজার প্রভাবশালী আল-মাজিদা গোষ্ঠীর সহযোগী হুসাম আল-আস্তাল নেতৃত্বাধীন স্ট্রাইক ফোর্স অ্যাগেইনস্ট টেরর নামের এক সশস্ত্র দলকেও সহায়তা দিয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন আগেই দলটি হামাস যোদ্ধাদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।
দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুসারে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টি স্বীকার করেছেন, যাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বাণিজ্য ও সাহায্য লুটপাটের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জানিয়েছেন যে হামাস “কয়েকটি” প্রতিদ্বন্দ্বী দলকে নির্মূল করেছে— যদিও তিনি দলের নাম প্রকাশ করেননি। তবে জানা গেছে, ইসরায়েল যেসব সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ সম্প্রতি একজন বিশিষ্ট সাংবাদিকের হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুরু হওয়া নিরাপত্তা অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গত সপ্তাহে গাজা সিটিতে "একটি গ্যাং"-এর ৩২ জন সদস্যকে হত্যা করেছে। এর আগে, ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছিল যে ফিলিস্তিনি ছিটমহলের উপর হামাসের নিয়ন্ত্রণ দুর্বল করার লক্ষ্যে ইসরায়েল গাজায় সশস্ত্র গ্যাংকে মদদ দিয়েছে।
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
৬ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১১ ঘণ্টা আগে