প্যারিসের ল্যুভর জাদুঘরে পানি পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত শিল্পকর্ম। বিশ্ববিখ্যাত এই জাদুঘরের মিশর বিভাগে গত নভেম্বরের শেষ সপ্তাহে পানি চুইয়ে পড়ার ঘটনায় ৩০০ থেকে ৪০০ শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত হয়। জাদুঘরের উপ-প্রশাসক ফ্রান্সিস স্টেইনবক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত শিল্পকর্মের বেশিরভাগই বই। খবর বিবিসির।
মাত্র কয়েক সপ্তাহ আগে ল্যুভর জাদুঘর থেকে ১০২ মিলিয়ন ডলারের ঐতিহাসিক গহনা লুট করে পালিয়েছিল চার ডাকাত।
স্টেইনবক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা চলছে। তবে কোনো মূল্যবান বই নষ্ট হয়নি। গত ২৬ নভেম্বর লিকেজটি ধরা পড়ে। আগামী বছর মেরামতের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্টেইনবক।
ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলো গবেষকদের ব্যবহৃত ‘ইজিপ্টোলজি জার্নাল’ ও বিভিন্ন বৈজ্ঞানিক নথি, যেগুলোর বেশিরভাগই উনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতকের শুরুর সময়কার। স্টেইনবক জানিয়েছেন, খণ্ডগুলো শুকিয়ে, বই বাঁধাইয়ের দোকানে পাঠানো হবে।
আরএ


সিরিয়ায় আসাদ পতনের বর্ষপূতিতে আনন্দ-উল্লাস