প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত একটি জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে চারজন মাদক পাচারকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড।
বার্তা সংস্থা এএফপি জানায়, ওয়াশিংটন থেকে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়। সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে সংশ্লিষ্ট মাদক বহনকারী জাহাজে এই প্রাণঘাতী অভিযান পরিচালনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় চারজন পুরুষ মাদক পাচারকারী নিহত হন। তবে এ ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

