আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আতিকুর রহমান নগরী

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
ছবি: আল জাজিরা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি এলাকায় ৩২ মিনিটের মধ্যে তিনটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। খবর আল জাজিরার।

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪। বাকি দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ করে। এরআগে একই এলাকায় ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হয়।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পরবর্তী সময়ে আরো তিনটি কম্পন অনুভূত হয়। যার একটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

জার্মানির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড অন্তত একটি ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে।

এই শক্তিশালী ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় জনগণকে সতর্ক থাকতে বলেছে।

পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের জনসংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১৫২ জন। শহরটি প্রশান্ত মহাসাগরের পাশে, জাপানের উত্তর-পূর্বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলে জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং জরুরি উদ্ধার সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

প্রশান্ত মহাসাগরের ভূকম্পন সক্রিয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এই ধরনের ভূমিকম্প এ অঞ্চলে প্রায়শই ঘটে থাকে। তবে একই স্থানে এত কম সময়ের ব্যবধানে এই মাত্রার তিনটি ভূমিকম্প বিরল ঘটনা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...