আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যে কারণে বিধ্বস্ত হয় লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান

আমার দেশ অনলাইন

যে কারণে বিধ্বস্ত হয় লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান

লিবিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ আলি আল-হাদ্দাদকে বহনকারী একটি ব্যক্তিগত জেট বিমান তুরস্কের আকাশে বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক ত্রুটির কারণে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তুরস্ক প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, বিমানটি আকাশে থাকাকালীন পাইলটরা বৈদ্যুতিক সমস্যার কথা এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারকে জানিয়ে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন। তবে এর কিছুক্ষণ পর বিমানটি দুর্ঘটনায় পড়ে।

বিমানটিতে লিবিয়ার চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ আল-হাদ্দাদ, তার চারজন সফরসঙ্গী এবং তিনজন ক্রু সদস্য ছিলেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং দেশ ও সেনাবাহিনীর জন্য বড় ক্ষতি।”

নিহত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওয়ি দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুরস্কের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, লিবিয়ার প্রতিনিধি দলটি দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য উচ্চপর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিতে আঙ্কারায় গিয়েছিলেন। বর্তমানে দুর্ঘটনার কারণ জানতে তুরস্কের কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন