আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় ইসরাইলের হামলা অগ্রহণযোগ্য: তুরস্কের প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

সিরিয়ায় ইসরাইলের হামলা অগ্রহণযোগ্য: তুরস্কের প্রেসিডেন্ট
ছবি সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার ওপর ইসরাইলের হামলা অগ্রহণযোগ্য। বৃহস্পতিবার সিরিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র সাথে টেলিফোন আলাপে তিনি একথা বলেন। খবর সংবাদ মাধ্যম ইয়েনি সাফাকের।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান আরো বলেন, ‘ইসরাইলের আগ্রাসন পুরো অঞ্চলের জন্য হুমকিস্বরূপ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, তুরস্ক আগের মতোই সিরিয়ার জনগণকে সমর্থন করে যাবে।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আল-শারা সিরিয়ার রাজনৈতিক ঐক্য রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা এবং এর সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে আঙ্কারার সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

⁠গত ১৩ জুলাই, দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা প্রদেশে বেদুইন আরব উপজাতি এবং দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দ্রুজদের আক্রমণে সিরিয়ার অনেক সেনা নিহত হয়।

নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার পর, উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে কিছুক্ষণ পরেই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

১৬ জুলাই, ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট ভবন, জেনারেল স্টাফ সদর দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালায়।

একই দিনে, সুয়ায়দায় সরকার এবং স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধবিরতি পুনঃস্থাপিত হয়। অন্যদিকে ইসরাইলি যুদ্ধবিমান দামেস্ক এবং দারায় হামলা চালায়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন