আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় সেনা পাঠাতে যেসব দেশকে অনুরোধ জানাল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
গাজায় সেনা পাঠাতে যেসব দেশকে অনুরোধ জানাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর বিষয়ে ৭০টিরও বেশি দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে সেনা পাঠাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের মধ্যে রয়েছে ইউরোপীয় দেশ ফ্রান্স, ইতালি, পাশাপাশি এল সালভাদর এবং মাল্টাসহ আরো কিছু দেশ।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দপ্তর ৭০টিরও বেশি দেশের কাছে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর জন্য সেনা অথবা অর্থ দেয়ার অনুরোধ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইতোমধ্যেই গাজায় সেনা মোতায়েনের জন্য তহবিল নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ৭০টি দেশের মধ্যে ১৯টি সাহায্য করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে রয়েছে সেনা, লজিস্টিক সহায়তা বা সরঞ্জাম সরবরাহ করা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনা পাঠানোর বিষয়ে আলোচনায় থাকা দেশগুলো জানিয়েছে, যদি শুধুমাত্র ইসরাইল নিয়ন্ত্রিত এলাকায় তাদের মোতায়েন করা হয়, তাহলেই কেবল সেনা পাঠানো হবে। তথাকথিত ‘হলুদ রেখার’ পেছনে গাজার প্রায় ৫৩ শতাংশ এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন