যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৯: ৪৬
আপডেট : ১৪ জুন ২০২৫, ২০: ২৮
ইসরাইলে ইরানের হামলার দৃশ্য

তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরাইলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরাইলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করবে তেহরান।

এদিকে, ইসরাইলে ইরানি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজন এবং ইরানে ইসরাইলের একদিনের হামলায় ৬০ জন নিহত হয়েছেন।

ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে ইরানি হামলায় নিহতের সংখ্যা আরও একজন বেড়ে তিন হয়েছে।

দেশটির বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই তিন ইসরাইলি নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, "ইসরাইলের জন্য এটি ছিল একটি কঠিন রাত।"

সবাইকে দেশটির হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

ল্যাপিড বলেন, "আমরা একটি শক্তিশালী জাতি। কারণ আমাদের আছে দক্ষ সেনাবাহিনী।"

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার ইসরাইল ইরানে যে হামলা চালিয়েছে, তাতে ৬০ জন নিহত হয়েছেন। নিহতের মাঝে ২০ জনই শিশু।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত